adimage

০১ এপ্রিল ২০২০
বিকাল ০৮:৪৬, বুধবার

নবাবগঞ্জ চক্রবাক থিয়েটারের মঞ্চস্থ হলো নাটক “সত্যি ভূতের গপ্পো”

আপডেট  02:45 PM, অক্টোবর ১১ ২০১৯   Posted in : আঞ্চলিক ঢাকা দোহার-নবাবগঞ্জের সংবাদ    

নবাবগঞ্জচক্রবাকথিয়েটারেরমঞ্চস্থহলোনাটক“সত্যিভূতেরগপ্পো”

প্রিয় বাংলা অনলাইন :

দেশজ সংস্কৃতির বিকাশ এবং বাংলা নাটকের যুগান্তরের যাত্রায় অনুগামী হওয়ার প্রত্যাশায় নিজ ভূবনের গুনী থিয়েটার নাট্যজনদের সম্মাননা প্রদাণ করার প্রত্যয়ে  ঢাকার নবাবগঞ্জে চক্রবাক থিয়েটারের তৃতীয় প্রযোজনা মনোজ মিত্রের রচনায় ও জসিম খান রিজভীর  নির্দেশনায় মঞ্চস্থ হলো নাটক “সত্যি ভূতের গপ্পো”। বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টায় উপজেলার আব্দুল ওয়াছেক মিলনায়তনে নাটকটি মঞ্চায়ন করা হয়।

অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম সালাউদ্দীন মনজু।

কয়েক’শ দর্শক শ্রোতা উপস্থিত হয়ে নাটকটি উপভোগ করেণ। নাটকটি মঞ্চায়নের আগে  চক্রবাক থিয়েটারের পক্ষ থেকে উপজেলার নবাবগঞ্জ থিয়েটারের ১৬জন অভিনেতাকে নাট্যজন সম্মাননা স্মারক প্রদাণ  করা হয়।

চক্রবাক থিয়েটার দল প্রধান সালাউদ্দিন জাকিরের সভাপতিত্বে নাট্যানুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবাবগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ ঝিল।

বিশেষ অতিথি ছিলেন, আইরিশ এন্টারপ্রাইজের চেয়ারম্যান প্রদীপ কুমার সাহা, নবাবগঞ্জ থিয়েটারের সভাপতি এরশাদ আল মামুন, চলচ্চিত্র অভিনেতা জামিলুর রহমান শাখা প্রমুখ।সর্বাধিক পঠিত

Comments

এই পেইজের আরও খবর

মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

nazrul