adimage

১৮ Jul ২০১৯
বিকাল ১২:৩৮, বৃহস্পতিবার

ঘূর্ণিঝড় ফণী: দোহার-নবাবগঞ্জে ঝড়ো হাওয়া, উত্তাল পদ্মা নদী (ভিডিও)

আপডেট  10:37 AM, মে ০৪ ২০১৯   Posted in : জাতীয় ভিডিও দোহার-নবাবগঞ্জের সংবাদ    

ঘূর্ণিঝড়ফণী:দোহার-নবাবগঞ্জেঝড়োহাওয়া,উত্তালপদ্মানদী(ভিডিও)

প্রিয় বাংলা অনলাইন: 
ঘূর্ণিঝড় ফণী’র প্রভাবে দোহার ও নবাবগঞ্জে বইছে ঝড়ো হাওয়া। সেই সাথে বৃষ্টিও হচ্ছে। উত্তাল হয়ে উঠেছে পদ্মা নদী। প্রবল ঢেউয়ের কারণে সব ধরণের নৌযান চলাচল বন্ধ রয়েছে। পদ্মাপাড়ের মানুষের জনজীবন বির্পযস্ত হয়ে উঠেছে। বিভিন্ন স্থানে উপড়ে পড়েছে গাছপালা। শুক্রবার রাত থেকে ঝড়ো হাওয়া বইতে থাকলেও শনিবার দুপুরে তা আরও বাড়তে থাকে। ফণীর ক্ষয়ক্ষতি মোকাবিলায় দোহার ও নবাবগঞ্জ উপজেলা প্রশাসন সব ধরণের প্রস্তুতি গ্রহণ করেছে। চালু করা হয়েছে কন্ট্রোল রুম, গঠন করা হয়েছে মেডিকেল টিম। তবে রিপোর্ট লেখা পর্যন্ত হতাহতের কোন খবর পাওয়া যায়নি।


সর্বাধিক পঠিত

Comments

এই পেইজের আরও খবর

মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

nazrul