adimage

০৪ অগাস্ট ২০২০
সকাল ০৩:২০, মঙ্গলবার

নবাবগঞ্জ ফুটবল একাডেমির এক যুগ পূর্তি উদযাপন

আপডেট  10:21 AM, ফেব্রুয়ারী ০৯ ২০২০   Posted in : খেলা দোহার-নবাবগঞ্জের সংবাদ    

নবাবগঞ্জফুটবলএকাডেমিরএকযুগপূর্তিউদযাপন

নিজস্ব প্রতিবেদক:

ঢাকার নবাবগঞ্জের ক্রীড়ানুরাগী প্রানের প্রতিষ্ঠান নবাবগঞ্জ ফুটবল একাডেমির গৌরব ও সাফল্যের ১২ বছর উপলক্ষে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। নবাবগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে এর আয়োজন করা হয়।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, নবাবগঞ্জ ফুটবল একাডেমির সভাপতি সাজ্জাদ মোল্লা, সহসভাপতি জি এম রকিব, পরিচালনা ও প্রচার সম্পাদক রাইসুল ইসলাম, নবাবগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক তৌকদির হোসেন কামাল, কৃতি ফুটবলার সোহেল, শাহ আলম, ওলি, তারিফ, লিটন প্রমুখ।

২০০৮ সালে আক্তার হোসেন হৃদয়ের হাত ধরে নবাবগঞ্জ ফুটবল একাডেমির যাত্রা শুরু হয়।


সর্বাধিক পঠিত

Comments

এই পেইজের আরও খবর

মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

nazrul