adimage

০১ এপ্রিল ২০২০
বিকাল ০৭:৪৯, বুধবার

দোহারে বাস্তবের আলোচনা সভা

আপডেট  07:59 AM, ফেব্রুয়ারী ১৯ ২০২০   Posted in : দোহার-নবাবগঞ্জের সংবাদ    

দোহারেবাস্তবেরআলোচনাসভা

নিজস্ব প্রতিবেদক:

ঢাকার দোহার উপজেলা পরিষদে বুধবার সকালে এনজিও সংস্থা বাস্তবের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় আগামী ৮ই মার্চ নারী দিবসকে সামনে রেখে প্রস্তুতি বিষয়ক ও অভিবাসী দিবস উপলক্ষ্যে মেলা বিষয়ক, সংস্থাটির গত এক বছরের অগ্রগতি, চলমান কাজের অগ্রগতি ও জাপানে শিক্ষার্থীদের স্কলারশীপ বিষয়ক আলোচনা করা হয়।

উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা ইসলাম বিথীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সংস্থাটির প্রজেক্ট কো-অর্ডিনেটর মো. আবু নাঈম, প্রজেক্ট অফিসার মাকসুদা রহমান,  ফিল্ড ফ্যাসিলিটেটর উম্মে জাহান সুইটি, রাজীব রেমা, বাস্তবের প্রবীন জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির প্রজেক্ট অফিসার মো. আক্কাচ আলী ও সংস্থাটির উপজেলা সেফ মাইগ্রেশন কমিটির সদস্যরা।


সর্বাধিক পঠিত

Comments

এই পেইজের আরও খবর

মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

nazrul