adimage

০১ এপ্রিল ২০২০
বিকাল ০৭:২২, বুধবার

হোম কোয়ারেন্টাইন কি?

আপডেট  07:21 AM, মার্চ ২১ ২০২০   Posted in : দোহার-নবাবগঞ্জের সংবাদ    

হোমকোয়ারেন্টাইনকি?

 প্রিয় বাংলা ডেক্স:

কয়েক মাস আগেও ‘করোনাভাইরাস’ নামটি কারও শোনার কথা নয়, কোয়ারেন্টাইন কিংবা আইসোলেশনের মতো শব্দের উচ্চারণ তো এই সেদিনও মনে হয়েছে কী কঠিন! প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় সবাই সাবধান হচ্ছেন, নিজ থেকেই কোয়ারেন্টাইনে যেতে চান অনেকে। আবার অনেকে না বুঝে কোয়ারেন্টাইন মানছে না। কিন্তু বিষয়টা আসলে কী? কীভাবে কোয়ারেন্টাইনে থাকতে হয়, এমন আরও অনেক প্রশ্নের উত্তর পাচ্ছেন না অনেকেই-

কোয়ারেন্টাইন কী?

কোয়ারেন্টাইন শব্দের বাংলা অর্থ হচ্ছে ‘সঙ্গনিরোধ’ অর্থাৎ একজনের কাছ থেকে আরেকজনের আলাদা থাকা, যাতে অন্য সুস্থ ব্যক্তির দেহে ভাইরাস সংক্রমিত না হয়।

 হোম কোয়ারেন্টাইন কি?

সংক্রমিত ব্যক্তির সংস্পর্শে আসার কারনে বাধ্যতামূলকভাবে হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে।  হোম কোয়ারেন্টানে থাকার সময়কাল ১৪ দিন। এই ১৪ দিন একটি নির্দিষ্ট ঘরে সকলের কাছ থেকে  আলাদা থাকতে হবে। স্কুল, কলেজ, উপাসনালয়, বাজার বা কোন প্রকার জমায়েতে যাওয়া যাবে না। গণপরিবহণে উঠা যাবে না। আলাদা বাথরুম, আলাদা বাসনপত্র ব্যবহার করতে হবে। সবসময় জীবানুনাশক দিয়ে ঘর পরিস্কার করতে হবে। কারো সাথে স্বাক্ষাৎ  করা যাবে না। সাক্ষাৎ জরুরী হলে কমপক্ষে ৩ ফুট দুরত্ব বজায় রাখতে হবে।

আইসোলেশন কি?
 ইতোমধ্যে ভাইরাস সনাক্ত হয়েছে এবং চিকিৎসাধীন আছেন এমন ব্যক্তিকে পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত সকলের কাছ থেকে একবারে বিভিন্ন করে রাখা।

 হোম কোয়ারেন্টাইনে কিভাবে থাকতে হবে তাও জানিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা।

* পর্যাপ্ত আলো বাতাস পূর্ণ ভিন্ন ঘরে একা থাকতে হবে। কোন ভাবেই বাইরে যাওয়া যাবে না।
* নিজের তোয়ালে, গামছা, পোষাক নিজে ব্যবহার করতে হবে।
* নিজের বিছানা আলাদা রাখতে হবে। আলাদা টয়লেট ব্যবহার করতে হবে।
* গৃহস্থলি বস্ত ভাগাভাগি করা যাবে না।
* সকল প্রকাশ সাক্ষাৎ এড়িয়ে চলতে হবে, এমনকি পরিবারের সদস্যদের সঙ্গেও।
* অন্যের সঙ্গে যথাসম্ভব দুরত্ব বজায় রাখতে হবে। মানুষের সাথে দুরুত্ব হবে কমপক্ষে ১ মিটার।
* যে কারও সামনে গেলে অবশ্যই মাস্ক পরে থাকতে হবে।
* ঘন ঘন সাবান দিয়ে হাত ধুয়ে ফেলতে হবে।
* কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তির ঘর ও ব্যবহ্নত বস্তু প্রতিদিন জীবানুনাশক দিয়ে পরিস্কার ও মুছে ফেলতে হবে। যেমন দরজার হাতল, কম্পিউটার, ফোন, টয়লেট ইত্যাতি।

তবে হোম কোয়ারেন্টার মানে ওই ব্যক্তি এখনো পজেটিভ  হননি।


সর্বাধিক পঠিত

Comments

এই পেইজের আরও খবর

মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

nazrul