adimage

০১ এপ্রিল ২০২০
বিকাল ০৮:৩৪, বুধবার

নবাবগঞ্জে ওষুধ, মুদি ও কাঁচামাল ছাড়া সব দোকানপাট বন্ধ

আপডেট  06:01 AM, মার্চ ২২ ২০২০   Posted in : দোহার-নবাবগঞ্জের সংবাদ    

নবাবগঞ্জেওষুধ,মুদিওকাঁচামালছাড়াসবদোকানপাটবন্ধ

নিজস্ব প্রতিবেদক:

করোনা ভাইরাস পরিস্থিতিতে ঢাকার নবাবগঞ্জে ওষুধ, মুদি ও কাঁচামাল সহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান বাদে সব ধরণের দোকানপাট বন্ধ রাখতে নির্দেশনা দিয়েছে উপজেলা প্রশাসন। বিশেষ করে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত সব ধরণের হোটেল, রেস্টুরেন্ট, চায়ের দোকান, ক্লাব বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়।

নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম সালাউদ্দিন মনজু প্রিয় বাংলা’কে বলেন, শুধু নিত্যপ্রয়োজনীয় দোকানগুলো খোলা থাকবে। এছাড়া হোটেল, রেস্টুরেন্ট, চায়ের দোকান সহ অন্যান্য দোকার বন্ধ থাকবে। এব্যাপারে সকলকে সচেতন হতে হবে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা ও সেবা বিভাগ এ নির্দেশনা প্রদান করেন। মহাপরিচালকের পক্ষে উপপরিচালক (প্রশাসন) মোহাম্মদ মামুন এ নির্দেশনা জারি করেন। এ নির্দেশনা সঠিকভাবে পালন হচ্ছে কিনা তা তদারকিতে করতে প্রশাসনকে মাঠে থাকার কথা বলা হয়েছে।

নবাবগঞ্জে এ নির্দেশনা কার্যকর করতে মাঠে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা কাজ করছেন।


সর্বাধিক পঠিত

Comments

এই পেইজের আরও খবর

মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

nazrul