adimage

০১ এপ্রিল ২০২০
বিকাল ০৮:২৩, বুধবার

নবাবগঞ্জে বারণী স্নান অনুষ্ঠিত

আপডেট  10:42 AM, মার্চ ২২ ২০২০   Posted in : দোহার-নবাবগঞ্জের সংবাদ    

নবাবগঞ্জেবারণীস্নানঅনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:

ঢাকার নবাবগঞ্জে সনাতন ধর্মাবলম্বিদের ধর্মীয় উৎসব বারুনী স্নান অনুষ্ঠিত হয়েছে। মধুকৃষ্ণা একাদ্বশী উপলক্ষে রোববার ভোর থেকে ইছামতি নদীর উপজেলার আগলা তীর্থ স্নান ঘাটে পূণার্থীদের আগমন ঘটে।

সনাতন ধর্ম মতে, পাপ মোচনের আশায় তারা সমবেত হয়। তবে করোনা ভাইরাস সংক্রমনের ঝুকি থাকায় প্রতিবারের তুলনায় পূণার্থীদের সংখ্যা ছিল অনেক কম। তাছাড়া বিচ্ছিন্নভাবে নবাবগঞ্জের ইছামতি নদীর নতুন বান্দুরা ঘাট, কলাকোপা পোদ্দার বাজার ঘাট, বাগমারা বাজার ঘাট, বর্ধনপাড়া ঘাটে কিছু সংখ্যক পূণার্থীদের আগমন ঘটে বলে জানা যায়।


সর্বাধিক পঠিত

Comments

এই পেইজের আরও খবর

মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

nazrul