adimage

০৯ Jul ২০২০
সকাল ০৮:৩৯, বৃহস্পতিবার

সামাজিক দূরত্ব রেখে ঈদের নামাজ আদায়

আপডেট  07:29 AM, মে ২৫ ২০২০   Posted in : জাতীয় দোহার-নবাবগঞ্জের সংবাদ    

সামাজিকদূরত্বরেখেঈদেরনামাজআদায়

নিজস্ব প্রতিবেদক:

করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে সরকারের নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে ঢাকার দোহার ও নবাবগঞ্জে বিভিন্ন মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। প্রতিটি মসজিদেই শান্তিপূর্ণ ও সামাজিক দূরত্ব মেনে নামাজ আদায়ে মুসল্লিরা আন্তরিক ছিলেন।

বিভিন্ন মসজিদ ঘুরে দেখা যায়, মুসল্লিরা মুখে মাস্ক পরে স্বাস্থ্যবিধি মেনে নামাজ আদায় করেন। মসজিদের ভেতর জায়গা না হওয়ায় অনেকে মসজিদের বাইরে ঈদের নামাজ আদায় করেন। নামাজ শেষে সবাই কোলাকুলি করা থেকে বিরত ছিলেন।

নামাজ শেষে মুনাজাতে দেশ ও মুসলিম উম্মাহ’র সমৃদ্ধি কামনার পাশাপাশি করোনার সংক্রমণ থেকে বাঁচতে মহান আল্লাহর কাছে আকুতি জানান মুসল্লিরা।

নবাবগঞ্জের নতুন বান্দুরা শাহী (ভাংগা) মসজিদে নামাজ পড়তে আসা ডা. রফিকুল ইসলাম বলেন, করোনার কারণে এবার ভাংগা মসজিদে শারীরিক দূরত্ব বজায় রেখে নামাজ আদায়ের করা হয়েছে। এছাড়া নামাজ শেষে যেন কেউ কোলাকুলি না করে সে ব্যাপারে আগেই নির্দেশনা দেওয়া হয়েছিল।


সর্বাধিক পঠিত

Comments

এই পেইজের আরও খবর

মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

nazrul