adimage

১৮ Jul ২০১৯
বিকাল ০১:১৪, বৃহস্পতিবার

ভিয়েতনামে টাইফুনের আঘাতে নিহতের সংখ্যা বেড়ে ৬৯

আপডেট  10:14 PM, নভেম্বর ০৭ ২০১৭   Posted in : রাজনীতি    

ভিয়েতনামেটাইফুনেরআঘাতেনিহতেরসংখ্যাবেড়ে৬৯

আন্তর্জাতিক ডেস্ক, ৮ নভেম্বর : ভিয়েতনামে টাইফুন ডামরির আঘাতে নিহতের সংখ্যা বেড়ে ৬৯ জনে দাঁড়িয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন অন্তত ৩০ জন।

দেশটির সরকারের পক্ষ থেকে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ বলছে, অতি বর্ষণ ও বন্যায় এখনও লাখ খানেক বাড়িঘর জলাবদ্ধ।

এদিকে দুর্যোগ পরবর্তী এমন পরিস্থিতির মধ্যেই দেশটিতে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশনের (এপিইসি) সম্মেলন শুরু হচ্ছে। চীন হয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সেখানে আসার কথা।

প্রসঙ্গত, গত শনিবার কান হোয়া প্রদেশের নিয়া চ্যাং শহরে টাইফুন আঘাত হানে। দুর্যোগের পরপরই দ্রুত স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে অভিযান শুরু করে দেশটির কৃর্তপক্ষ।  বিভিন্ন বিভাগের সমন্বয়ে গঠিত দুর্যোগ মোকাবেলা টিম কর্মযজ্ঞ জারি রেখেছে।


সর্বাধিক পঠিত

Comments

এই পেইজের আরও খবর

মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

nazrul