প্রিয় বাংলা অনলাইন:
২০১৭ সালে বিভিন্ন কর্মকান্ডের উপর ভিত্তি করে নবাবগঞ্জ উপজেলার বান্দুরা ইউনিয়নের হাসনাবাদ সেন্ট ইউফ্রেজিস স্কুল এন্ড কলেজ এবার উপজেলার শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান নির্বাচিত হওয়ায় বৃহস্পতিবার আনন্দ র্যালী ও সাংস্কৃতিক অনুষ্ঠানর আয়াজন করেন স্কুল কর্তৃপক্ষ। বৃহস্পতিবার স্কুল প্রাঙ্গণ থেকে একটি আনন্দ র্যালী বের হয়ে বান্দুরা বাস স্ট্যান্ড হয়ে হাসনবাদ গির্জা ঘুরে পূণরায় স্কুলে ফিরে আসে। র্যালীতে প্রতিষ্ঠানের অধ্যক্ষ সিস্টার মার্গারেট গমেজ-এর নেতৃত্বে প্রায় ১৪শ’ শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকাসহ অভিভাবকরা অংশগ্রহণ করেন। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে কার্যক্রম শেষ হয়।
এর আগে গত বুধবার রাতে ঢাকার শাহবাগের জাতীয় যাদুঘর এর কবি সুফিয়া কামাল হল রুমে শিক্ষা’য় বিশেষ অবদানের জন্য হাসনাবাদ সেন্ট ইউফ্রেজিস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সিস্টার মার্গারেট গমেজকে ধরিত্রী বাংলাদশ নামে একটি গবেষনামূলক প্রতিষ্ঠানের পক্ষ থেকে জাতীয় সম্মাননা প্রদান করা হয়।
Comments
এই পেইজের আরও খবর